ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী যোগদান করেন এবং মোঃ রাশেদুজ্জামান বিদায় নিয়েছে । গত ২৪ ফেব্রুয়ারি বুধবার ভূমি অফিসের বিদায়ী সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদুজ্জামান দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক বৈঠকের মাধ্যমে নবাগত সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকীকে দাপ্তরিক সকল কাজ বুঝিয়ে দেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক এসে এম এ ভূট্টো, ভূমি অফিসের অফিস সহকারী মোঃ নাসিমূল হক, সার্ভেয়ার মোঃ সাখেরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ওমর ফারুক,জন্ম জয়, প্রফেস সার্ভেয়ার মোঃ জহির উদ্দিন,জলমা তহশীলদার কৃষ্ণ পদ দাস,বালিয়াডাঙ্গা তহশীলদার জগন্নাথ ঘোষ প্রমূখ । উল্লেখ্য সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান প্রায় ৪ কোটি টাকা সরকারি রাজস্ব আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন । ভূমি অফিস সূত্রে জানা যায়, তিনি ২০১৯-২০ অর্থ বছরে প্রায় ৪৮ লক্ষ টাকা ও ২০২০- ২১ অর্থ বছরে প্রায় ৩ কোটি, ৩৫ লক্ষ , ৮ হাজার টাকা উক্ত রাজস্ব আদায় করেন । এছাড়া তিনি সরকারি ভিপি জমি ও খাস জমি জেলা প্রশাসক ও লীজ গ্ৰহীতার নাম সম্বলিত সাইনবোর্ড প্রদান করে সরকারি জমি সরকারের আওয়াত্বে এনে ভূমি মন্ত্রণালয়ে ব্যাপক সাড়া ফেলেছে । ইতিমধ্যে সারা দেশে উক্ত কর্মকাণ্ড চালু করা হয়েছে । এতে একদিকে যেমন, সরকারি ভূমি সরকারের অধীনে আসা ও সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সাধারণ মানুষ ভূমিদস্যুদের প্রতাড়নার হাত থেকে রক্ষা এবং আইন শৃঙ্খলা অবনতির হাত থেকে রেহাই পেয়েছে । এব্যাপারে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) অপরদিকে মোঃ রাশদুজ্জামান এ প্রতিবেদককে জানান, মুজিববর্ষের কাজ , করোনা ভাইরাস মোকাবেলা, ভূমিহীনের মাঝে জমি ও জমির কাগজপত্র , বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে দাপ্তরিক কাজে কিছুটা বিঘ্নিত হয়ে সাধারণ মানুষ কষ্ট পেলে আমাকে ক্ষমা সুন্দর ভাবে দেখবেন । তিনি নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকীকে সকলে মিলে সহযোগিতা করার আহবান জানান ।