খুলনা অফিস : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক-বর্তমান ছাত্রলীগের আয়োজনে শুরু হয়েছে “মুজিববর্ষ অমর একুশে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১”। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে শুরু হয়েছে ১২ দলের এই টুর্নামেন্ট, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ভাষা শহীদ রফিক উদ্দিন একাদশ, বর্ণমালা, টিম জয় বাংলা, দুর্বার বাংলা একাদশ, বঙ্গবন্ধু একাদশ, লাল-সবুজ একাদশ, শহীদ আবু সুফিয়ান একাদশ, অমর একুশে একাদশ, বিজয় একাত্তর, বন্ধু ক্রীড়াচক্র, কর্মকর্তা সমিতি এবং মাষ্টাররোল কর্মচারী একাদশ।
৪ দিন ব্যাপী অনুষ্ঠিত এই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ এর পরিচালক প্রফেসর ড. ইসমাইল সাইফুল্লাহ। টুর্নামেন্টে সার্বিক তত্বাবধানে রয়েছেন কুয়েট ছাত্রলীগ এর সভাপতি মোঃ আবুল হাসান শোভন এবং সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান। আগামী ২৮ ফেব্রুয়ারী ১২ দলের ভেতর থেকে সেরা দুই দলের ফাইনাল অনুষ্ঠিত হবে।