পাইকগাছার কাঁটাবুনিয়ায় নামযজ্ঞ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-০২-২৭ - ১৭:১১

পাইকগাছা প্রতিনিধি : দেশ মাতৃকা ও জগৎ জননীর সন্তানের সার্বিক কল্যান ও শান্তি কামনায় পাইকগাছার কাঁটাবুনিয়ায় অষ্ট প্রহর ব্যাপি ১৩ তম বার্ষিক মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার চাঁদখালী ইউপির কাঁটাবুনিয়া গ্রামের পশ্চিম চক নব বৃন্দাবন ধাম প্রাঙ্গনে কাঁটাবুনিয়া গ্রামের দীন সেবক বৃন্দের আয়োজনে গত শুক্রুবার থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত এ যজ্ঞ অনুষ্ঠিত হয়। নামযজ্ঞ অনুষ্ঠানে এলাকার শত শত ভক্তবৃন্দ উপস্থিত হয়। এসময় বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসেও হাজির হয়। যজ্ঞ অনুষ্ঠানে এসে পরিদর্শন করেন ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুনসুর আলী গাজী, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জি এম ইকরামুল ইসলাম, আ’লীগ নেতা গাজী শফি, যুবলীগ নেতা জগদিশ রায় সহ বিভিন্ন দলের নেতা কর্মিবৃন্দ। যজ্ঞ আয়োজক কমিটির সভাপতি মনোজ কুমার রায়, সহ- সভাপতি সফল মন্ডল, কৃষ্ণ রায়, বিশ্বাস বৈরাগী, পবিত্র কুমার রায়, রবিন্দ্র নাথ গাইন, লাল চাঁদ গাইন, মনোরঞ্জন মন্ডল, দিপক গাইন, কুমারেশ গাইন, পবিত্র কুমার বৈরাগী।