রংপুর : রংপুরের বদরগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে গলা কেটে হত্যা করেছেন মা নুরনাহার বেগম।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আমলি আদালত-৪ বিচারক আল-মেহবুবেব আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে মাহবুবা আক্তার মেরি নামে দশম শ্রেণির এক শিক্ষাথীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেরি একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর এলাকার মেনহাজুল হকের মেয়ে এবং স্থানীয় ওয়ারেসিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।
মেরির বাবা মেনজাজুল হক স্থানীয় রামনাথপুর বি ইউ দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট।
ঘটনার পর শনিবার সকালে মেনজাজুল হক ও নুরনাহারকে আটক করে পুলিশ। এরপর সকাল ১১টার দিকে মেরির চাচা জিয়াউর রহমান বদরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরনাহার।
আদালতের জিআরও আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, নুরনাহার আদালতে স্বীকার করেছেন, মেরি যখন এশার নামাজ পড়ছিল, তখন পেছন থেকে এসে গলায় ছুরির আঘাতে মেয়েকে খুন করেন তিনি।