বটিয়াঘাটা প্রতিনিধি : সরকারি বটিয়াঘাটা (ডিগ্রী) মহাবিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা শিক্ষক বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বনামধন্য গীতিকার অধ্যাপক নারায়ণ চন্দ্র রায়ের ৩য় মৃত্যু বার্ষিকী বুধবার। জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে ১৯৪৫ সালের ২০ নভেম্বর এক দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম। অধ্যাপনার পাশাপাশি তিনি খুলনা জজকোর্টের একজন আইনজীবি ও একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তার রচিত কয়েকটি গ্রন্থের মধ্যে সাগর তলের প্রাণী, ভাটির গাঙ্গের নাইয়া, উজান গাঁঙের বাঁকে, সুজন মাঝি, গানের কথা ও হঁরিচাদ-গুরুচাদ উল্লেখযোগ্য। তিনি গাঁঙচিল সাহিত্য পরিষদের আজীবন সদস্য।এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। শিক্ষানুরাগী এই মানুষটি ২০১৮ সলের ১০ মার্চ ব্রেন ষ্ট্রোক জনিত কারনে ৭৫ বছর বয়সেই পরলোক গমন করেন। তার এই প্রয়াণ দিবসে আত্মীয়- স্বজন, সুভাকাংঙ্খী বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।