বর্তমান সরকার গ্রামীন উন্নয়নে বদ্ধপরিকর : হুইপ পঞ্চানন বিশ্বাস

প্রকাশঃ ২০২১-০৩-১০ - ১৯:০২

বটিয়াঘাটা প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন,বর্তমান সরকার গ্রামীন উন্নয়নে বদ্ধপরিকর। গ্রামীন অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার একের পর এক বরাদ্দ্ধ প্রদান করে সামাজিক জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে চাইছে। তিনি বুধবার বেলা ১১ টায় বটিয়াঘাটা বাজার চত্বরে ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে় স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের বাস্তবায়নে বাজার চত্বরে দ্বিতল মার্কেটে নব-নির্মিত একশত পঞ্চাশ ফুট দৈর্ঘ্য ৭০ফূট প্রস্থ্য দ্বিতল ভবন মার্কেট নির্মাণের লে-আউট ঘোষণাকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম , উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা এই ভবন নির্মিত হলে বটিয়াঘাটা বাজার ব্যবসায়ীদের ঝড় বৃষ্টিতে ভিজে বাহিরে বসে আর ব্যবসা পরিচালনা করতে হবে না বলে ব্যবসায়ীরা জানান।