পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা  

প্রকাশঃ ২০২১-০৩-১২ - ১২:৩৩
মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা : পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (অপারেশন) দেবাশীষ দাশ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, জয়ারানী রায়, তন্বী দাশ, শেফালী খাতুন, পৌর সচিব লিয়াকত আলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন। সভায় মার্চ মাসের সকল জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।