পাইকগাছায় গাঁজা ও টাকা সহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশঃ ২০২১-০৩-১৪ - ১৮:২২

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার বেতবুনিয়া গুচ্ছ গ্রাম থেকে ৭৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির তিন লক্ষাধিক টাকাসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদে সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার বেতবুনিয়া গুচ্ছ গ্রামে ওসি তদন্ত আশরাফুল আলম ও এ এস আই নাসির উদ্দীন অভিযান চালায়। এসময় স্থানীয় ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আকবার আলী (৩৮)ও স্ত্রী সালমা খাতুন(৩০) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্বীকার উক্তি মোতাবেক তাদের বসত ঘর থেকে সাড়ে সাতশ গ্রাম গাজা ও গাঁজা বিক্রির তিন লাখ চৌদ্দ হাজার তিনশ টাকা উদ্ধার করা হয়। এব্যাপারে ওসি এজাজ শফী জানান,আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। থানায় মামলা হয়েছে।