ঢাকা : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীয় অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। বুধবার (১৭ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে শ্রদ্ধা নিবেদনের সময় তার স্ত্রী ফাজনা আহমেদও ছিলেন।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার পর মালদ্বীপের প্রেসিডেন্ট এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি বকুল ফুল গাছের চারা রোপণ করেন।
এর আগে সাড়ে ৮টার দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে থেকে তিনি সড়ক পথে সরাসরি চলে যান সাভারে। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে মালদ্বীপের প্রেসিডেন্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্দেশে রওনা হন।
মালদ্বীপের প্রেসিডেন্ট আজ বিকেলে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য দেবেন।