গোলাম মোস্তফা খান, দাকোপ (খুলনা) : দুবলার চর আলোর কোলে রাশ ঊৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে হরিণ নিধনের মহোৎসব চলেছে বলে জানা গেছে।
খোজ খবর নিয়ে জানা গেছে,দুবলার চর আলোর কোলে রাশ ঊৎসবকে কেন্দ্র খুলনা বাগেরহাট সাতক্ষীরার সিমান্তবর্তী দাকোপ, বটিয়াঘাটা, কয়রা, রামপাল, মোংলা, শরনখোলা, শ্যামনগর, আশাশুনি সহ বেশ কয়েকটি উপজেলার চিহ্নিত চোরা শিকারীরা রাশ মেলার সুযোগে মন মন ফাঁদ,বর্ষি নিয়ে আগেভাগেই সুন্দরবনে ডুকে গত ৪/৫ দিন যাবত দিনে/রাতে সমান তালে হরিণ শিকার করেছে।যদিও দাকোপের পানখালী ,মৌখালী গ্রামের চিহ্নিত কয়েকশ সুন্দরবনের কাঁকড়া ব্যবসায়ী সারা বছরই হরিণ শিকার করে এনে গ্রামে ৪০০টা দরে কেজি বেচলেও এ মেলায় এ বাহিনী থেমে থাকেনি, রাশ মেলায়ও সংঘবদ্ধ এ দল দেদারছে হরিণ শিকার করেছে বলে মেলায় অংশ নেয়া অনেকে জানিয়েছেন।এ ছাড়া গড়ইখালী, হড্ডা, রামপাল, বটিয়াঘাটা এলাকার কয়েকশ জেলের নামে মূল কাজ ছিল ফাঁদ দিয়ে হরিণ ধরা, এরা শুধু খাওয়ার জন্য না, মন মন হরিনের গোশত বিক্রি ও করেছে। প্রতি বছর রাশ মেলার সময় সুন্দরবনে হরিণ শিকারের রিতীমত মহোউৎসব চলে। বনবিভাগ ,র্যাব,পুলিশ হরিণ শিকার রোধে প্রস্তুতিও নেয় পর্যাপ্ত তারপরও কোনভাবেই রোধ করতে পারছেনা এই মায়াবী হরিণ নিধন ।