জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা মহানগর কৃষকলীগের বিভিন্ন কর্মসূচি পালন

প্রকাশঃ ২০২১-০৮-১৬ - ০৯:৪৫

বিজ্ঞপ্তি:

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা মহানগর কৃষক লীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় খুলনা বেতারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৯টায় মহানগর কার্যালয় সহ সকল ইউনিট কার্যালয়ে কোরান খানি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, বাদ জোহর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও খাদ্যসামগ্রী বিতরণ, আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট একেএম শাহজাহান কচি, সদস্য সচিব অধ্যাপক এবিএম আদেল মুকুল, মহানগর কৃষক লীগের সদস্য, মোঃ মোস্তাকিম লালু, মোঃ আইয়ুব আলী খান, আলমগীর মল্লিক, শেখ আকরাম হোসেন, শেখ আবু বক্কর সিদ্দিকী বাবুল, রাজু আহমেদ, মুরাদুল ইসলাম খলিফা, মোল্লা মোহাম্মদ সেলিম, মনিরুল ইসলাম গাজী, রেজওয়ান আকুঞ্জি রেজা, শেখ তানভীর হোসেন সুজন, হেলালুর রহমান রিমন, মোঃ রোকনুজ্জামান রিমন, কানাই রায়, অনিক রায়, লুৎফর রহমান, মোঃ শহীদুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ।