ফুলতলা (খুলনা) প্রতিনিধি:খুলনার ফুলতলার জামিরা-শাহাপুর সড়কে মাহিন্দ্র মালিক সমিতি কর্তৃক চালকদের নিকট থেকে প্রতিদিন জোর পূর্বক ৮০টাকা করে চাঁদা এবং এককালিন ৭/ ৮ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মাহেন্দ্র চালকদের পক্ষ থেকে খুলনা বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। অপরদিকে সমিতির চাঁদাবাজীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় উল্টে আবেদনকারীরা হুমকীর মুখে পড়েছে।
ফুলতলার শাহাপুর সড়কের মাহেন্দ্র চালক আঃ কুদ্দুস ও মোশারফ হোসেন কর্তৃক বিভিন্ন দপ্তরে দায়েরকৃত স্মারকলিপিতে জানা যায়, জামিরা মাহেন্দ্র মালিক সমিতি (রেজিঃ নং-২১৬৮) নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত চুক্তির মাধ্যমে গাড়ি প্রতি ১০টা হারে চাঁদা নির্ধারণ করা হয়। কিন্তু সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও ষ্টাটার আজিবর বিশ্বাস চুক্তি ভঙ্গ করে প্রতিদিন ১০টাকার পরিবর্তে গাড়ী প্রতি ৮০ টাকা হারে চাঁদা আদায় করছে। এ ছাড়া রুটে নতুন গাড়ি আসলেই এককালিন ৭ থেকে ৮হাজার টাকা আদায় করছে। ড্রাইভাররা চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও শারীরিক ভাবে লাঞ্চিত এমনি তাদের গাড়ী চলাচল বন্ধ করে দেয়। এদিকে সমিতির নামে চাঁদাবাজির প্রতিবাদ ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানকারীদের জীবননাশ, গাড়ী চলাচল বন্ধ, সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে ভাড়া করা সন্ত্রাসী মোতায়ন এমনকি গাড়ীতে অবৈধ দ্রব্যাদি রেখে পুলিশ দিয়ে ধরিয়ে মিথ্যা মামলার হয়রানী হুমকী দেয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়। অপরদিকে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ খুলনা জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। প্রসঙ্গতঃ এ রুটে বর্তমানে অর্ধ শতাধিক মাহেন্দ্র ও লেবুনা গাজী চলাচল করছে।