খুলনা অফিস: জেলা গোয়েন্দা পুলিশ গভীর রাতে খুলনার ফুলতলা বাজারে অভিযান চালিয়ে ১০০পিচ ইয়াবা ও ১৬ বোতল ফেনসিডিলসহ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি মেম্বর মোল্যা হেদায়েত হোসেন লিটু (৪৫) কে আটক করে। তিনি ফুলতলার তাজপুর গ্রামের মৃতঃ আঃ সামাদ মোল্যার পুত্র। অপরদিকে লিটু মোল্যার মুক্তির দাবিতে তার সমর্থকেরা আজ (সোমবার) ফুলতলা থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় সেটি পন্ড হয়ে যায়।
পুলিশ জানায়, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ফুলতলার শিকিরহাট সড়ক থেকে মোল্যা হেদায়েত হোসেন লিটুকে আটক এবং তার কাছ থেকে ১০০পিচ ইয়াবা ও ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত আর্মি অকশানকৃত জীপ (রেজিঃ নম্বরবিহীন) সহ তাকে ফুলতলা থানায় আনা হয়। তিনি ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বর। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই অর্জুন কুমার দাস বাদি হয়ে ফুলতলা থানায় মাদক আইনে মামলা (নং-১৫) দায়ের করেন। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে লিটু মোল্যার মুক্তির দাবিতে তার সমর্থকেরা সোমবার বেলা সাড়ে ১১টায় ফুলতলা থানার ঘেরাও’র চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া থানার এসআই কামরুজ্জামান রোববার দিবাগত রাতে দামোদর গ্রামের মৃতঃ মেহেদী হাসান ভুঁইয়ার পুত্র আশিকুজ্জামান বিকু ভঁইয়া (৫১) কে ১০পুরিয়া গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হলে সোমবার দুপুরে তাকে জেল–হাজতে প্রেরণ করা হয়।