বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আ’লীগের ৩ বিদ্রোহী প্রার্থী। প্রত্যাহারিত ৩ প্রার্থী হলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জলমা ইউনিয়নের নৌকার মাঝি অনুপ গোলদার, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ওয়ার্ড আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায় ও সমাজ সেবক এ্যাডভোকেট প্রসেনজিৎ দত্ত। সোমবার বিদ্রোহী প্রার্থীরা আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিধান রায়কে সমর্থন করে উক্ত ৩ বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।এছাড়া ইতিমধ্যে আইনের জটিলতার কারণে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান এলাহি। উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর উপজেলার জলমা ইউনিয়নের চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে গত ২৫ নভেম্বর মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল সোমবার বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন সময়ে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এ ইউনিয়নে সর্বমোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জলমা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিধান রায়, জলমা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, সদ্য আ’লীগে যোগদানকারী জলমা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ-সেবক মোঃ বিদার শিকদার। অন্যদিকে ৭ ডিসেম্বর মঙ্গলবার নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার। অন্যদিকে নৌকার প্রার্থী বিধান রায়কে সমর্থন করে আ’লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করাকালীন উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্লা মিজানুর রহমান বাবু, উপজেলা আ’লীগ নেতা রাজ কুমার রায়, জলমা ইউনিয়ন আ’লীগের সাবেক আহ্বায়ক গোবিন্দ মল্লিক, অনিন্দ্য বৈরাগী,প্রদীপ হীরা,রিপন রায়,পরাগ রায়, সবুজ রায় প্রমূখ। এদিকে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় জলমা ইউনিয়ন আ’লীগের নেতা কর্মী নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুন উদ্যমের সৃষ্টি হয়েছে।