দাকোপ প্রতিনিধিঃ দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, সমাজসেবা কর্মকর্তা প্রবির রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসন, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, চালনা এম এম কলেজ প্রভাষক নুর সাইদ, শিক্ষক মোঃ হাশেম আলী, শিক্ষার্থী দিশা রায় প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন।