ফুলতলায় করিমুন্নেছা মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

প্রকাশঃ ২০২১-১২-১৪ - ২০:৫৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার করিমুন্নেছা মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয়ের মাঠ চত্বরে এ ফল প্রকাশ করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিডিএডুকেশন চেয়ারম্যান সুমন আহম্মেদ, বিডিএডুকেশন এর ব্যবস্থাপনা পরিচালক যশোধন সাহা, সাবেক ব্যাংকার ফজলে খোদা বাচ্চু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস । স্বাগত বক্তৃতা করেন স্কুলের পরিচালক মোঃ শিবলী সাদিক। শিক্ষক ইনজামুল হুসাইন মুন ও শিউলী মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ সরকার, স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ কুন্ডু, প্রভাষক আনিছুজ্জামান বাকি, ইউপি সদস্য আঃ রহমান সরদার, মাষ্টার নুরুজ্জামান সরদার, শাহাবুদ্দিন শাবু, চ্যামেলী মল্লিক প্রমুখ। পরে কৃতি শিক্ষাথীদেরকে পুরস্কৃত করা হয়।