বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় কৃষ্ণ পদ দাস(২২) নামে এক মোটরসাইকেল আরোহীর সড়ক দূর্ঘটনায় করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে বটিয়াঘাটার নাহাড়ীতলার মোড় নামক নিজেরা করি অফিসের সামনে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হেতালবুনিয়া গ্রামের কালিপদ দাসের পুত্র কৃষ্ণ পদ দাস(২২) একটি মৎস্য খাবার উৎপাদনমুখি প্রতিষ্ঠানে চাকুরী করতেন। বেলা ১১ টার দিকে সে তার নিজ ব্যবহৃত মোটরসাইকেল যোগে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে নাহাড়ীতলা নিজেরা করি অফিসের সন্নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসতে দেখে আকষ্মিক তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অতি দ্রুত গতিতে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণে আনতে কৃষ্ণ পদ ব্রেক কসলে সাইকেলটি ১ শত গজ দূরে চলে যায় এবং সে রাস্তায় পড়ে গিয়ে পিলার ও ওয়ালের সাথে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। আঘাতে তার মাথার চাঁড়া ফেঁটে ঘিঁলু বের হয়ে যায়। স্থানীয়রা ছুঁটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ততক্ষণেই সে মারা যায়।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।