আগামী নির্বাচনকে সামনে রেখে দেশবিরোধীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে
দাকোপ প্রতিনিধিঃ ঐতিহাসিক মার্চ মাস বাঙালী জাতির জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ন মাস। যে মাসে জন্ম হয়েছিলো এ দেশের শ্রেষ্ট সন্তান বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এ মাসেই পাক হানাদার বাহিনী রাতের অন্ধকারে ঝাপিয়ে পড়ে নির্বিচারে নিরস্ত্র বাঙালীকে হত্যা করেছিলো। আর এই মাসেই জাতীর পিতা ঐতিহাসিক ভাষনের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছিলেন। আজ সেই মাসে দাড়িয়ে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন একটি উন্নত রাষ্ট্র হিসাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি জামায়াতসহ দেশ বিরোধীরা আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামীলীগের প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনকে এখন থেকে প্রস্তুতি গ্রহন করতে হবে।
মঙ্গলবার বিকাল ৩ টায় চালনা পৌরসভা অডিটোরিয়ামে দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষন ২০৪১ বাস্তবায়নে স্বেচ্ছাসেবকলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহবায়ক জি এম এহতেশাম রেজা। উপজেলা সদস্য সচীব উত্তম রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আ’লীগনেতা সাবেক এমপি ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, খুলনা জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুলামিন, সাবেক উপজেলা সম্পাদক অসিত বরন সাহা, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক দুলাল রায়, জেলা পরিষদ সদস্য কবির হোসেন। বক্তৃতা করেন উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা কবির হোসেন, মিজানুর রহমান মিজান, এইচ এম কামাল হোসেন, অরিন্দম গোলদার, শেখ মাহামুদুন্নবী মিল্টন, মিরাজুর ইসলাম, মাকসুদ আল মামুন, শেখ হেলাল বাবু, তানভীর রহমান অপু, রবিউল ইসলাম রুবেল, আনসার আলী বাদল, ইমরান হোসেন যুবরাজ, উপজেলা শ্রমিকলীগের অমারেশ ঢালী, স্বেচ্ছাসেবলীগের যুগ্ম আহবায়ক কুমারেশ বিশ্বাস, শেখ আজিজুর রহমান, যুবনেতা আব্দুল্লাহ আল মাসুম, রতন মন্ডল, উত্তম মন্ডল, আরাফাত আজাদ, বিপ্লব সাহা, মিঠুন সাহা, স্বেচ্ছাসেবকলীগনেতা কামরুল ইসলাম, অরুন মন্ডল, আনিসুর রহমান, শহীদুল গাজী, দীনবন্ধু সরদার, প্রশান্ত রায়, অনিমেষ বিশ্বাস, দেবাশীষ রায়, সুকৃতি রায়, ছাত্রনেতা লিটন সরদার, রাসেল কাজী, রাহুল রায়, মাসুম হাওলাদার, অনিক হাসান পারভেজ প্রমুখ। সভার পূর্বে প্রধান অতিথি শেখ হারুনুর রশিদ উপজেলা আ’লীগ অফিস সংলগ্ন সোনালী ব্যাংক চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রতিষ্ঠিত বায়তুন নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।