পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি সচিব সহ একই পরিবারের কমপক্ষে ৮জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
প্রাপ্ত অভিযোগ জানাগেছে, শুক্রবার বিকালে লতা ইউপি চেয়ারম্যান, মেম্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিশী বৈঠকের মাধ্যমে শুক্রবার বিকালে ইউনিয়নের মুনকিয়াস্থ দেলুটি ইউপি সচিব ধীমান মল্লিক গংদের বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণ করে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে প্রতিপক্ষ দীপায়ন মল্লিক গংরা ধীমান মল্লিক গংদের উপর হামলা করে। এতে শান্তিরঞ্জন মল্লিকের ছেলে ধীমান মল্লিক (৪০), মনি শান্ত মল্লিক (৩৬), মৃত অনীল মল্লিকের ছেলে কৃষ্ণপদ মল্লিক (৫০), কৃষ্ণপদ মল্লিকের ছেলে বিচিত্র মল্লিক (২৯), বিক্রম মল্লিক (২৪), শান্তিরঞ্জন মল্লিকের স্ত্রী কল্পনা মল্লিক (৫৪), নারান চন্দ্র মল্লিকের স্ত্রী শান্তিলতা মল্লিক (৪৫) ও মনি শান্ত মল্লিকের স্ত্রী অর্চনা মল্লিক (২৫) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ইউপি সচিব ধীমান মল্লিক বাদী হয়ে প্রতিপক্ষ ৮জনকে আসামী করে থানায় এজাহার দাখিল করেছে।