ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের গেট ও দরজার তালা কেটে আলমারি ভেঙ্গে চুরিকালে অত্যাধুনিক সরঞ্জামাদিসহ হাতেনাতে ধরা পড়েছে অর্ধ ডজন মামলার আসামি মোঃ জাহির উদ্দিন ভ‚ঁইয়া(৫২)। সে ভোলার জেলার দৌলতখান থানার মেদুয়া বৈকুন্ডপুর গ্রামের মৃত- মমতাজ উদ্দিন ওরফে মজিদ ভুইয়ার পুত্র। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফুলতলার জামিরা সড়কে আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের গেট ও দরজার তালা কেটে রুমের ভিতরে প্রবেশ করে। এ সময় সে বিভিন্ন কক্ষের আলমারি ভেঙ্গে কাগজপত্র তছনছ ও মূল্যবান দ্রবাদি খুঁজছিল। বাইরে থেকে শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী এগিয়ে আসার বিষয়টি জহির উদ্দিন আঁচ করতে পেরে পশ্চিম পাশের্^র বাউন্ডারি ওয়াল টপকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তাকে একটি ব্যাগসহ ধরে ফেলে। তাঁর কাছে রক্ষিত ওই ব্যাগের মধ্যে একটি অত্যাধুনিক হাইড্রোলিক জ্যাক মেশিন (যা দিয়ে সহজেই তালা কাটা), ১৪ সাইজের স্লাই রেঞ্জ, লোহার সেনী ও একটি স্ক্রু ড্রাইভার এবং ওই প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা ৫শত টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওই স্কুলের শিক্ষক মোঃ ফয়সুল কবির বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেন। বর্তমানে আলকা গ্রামের আঃ সাত্তার মোড়লের বাড়ি ভাড়াটিয়া জহির উদ্দিন ভুইয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুলনা ও যশোর এলাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৭/৮টি মামলার কথা স্বীকার করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানিয়েছেন। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।