বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন বটিয়াঘাটা উপজেলায় প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি,সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য দিলীপ হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, জেলা পরিষদে সাবেক সদস্য শোভা রানী হালদার, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি খান মোঃ কামরুজ্জামান, আসাদুজ্জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সরদার নাজমুল সাকিব সিদ্দিকী ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসেন । অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শওকত হাওলাদার ও ইউপি সদস্য বিবেকান্দ বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু বক্কর খান, আব্দুল আজিজ শেখ, মোঃ রুহুল আমিন মোল্যা, দুলাল মহলদার, মনোয়ারা বেগম, প্রসাদ চন্দ্র রায়, জীএম এনামুল হক, রুমা বেগম, জুলি আক্তার, সেলিনা আক্তার, নিখিলেশ গাইন, রমা রানী মন্ডল, আমানত শেখ, বোরহান ফকির, নুরনাহার বেগম, মারুফা আক্তার, রেখা বেগম ,মহিউদ্দিন আহম্মেদ, পার্থ রায় মিঠু, শেখ আব্দুল হালিম, কৌশিক পাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন, জাকির মল্লিক, ছাত্রলীগনেতা সোহাগ শেখ। সম্মেলনে ইউনিয়ন পরিষদ মেম্বারদের বিভিন্ন দাবি দাবা উত্থাপন করা হয়। এসময় পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার একটি প্রতিনিধি দল যোগদান করেন। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে ডুমুরিয়া উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।