দাকোপে মাদক রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-০৭-২৭ - ১০:১২

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই পতিপাদ্যে মঙ্গলবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। স্বাগত বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার উপপরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, শেখ যুবরাজ, সুদেব কুমার রায়, মানস রায়, শেখ সাব্বির আহমেদ, অধ্যক্ষ অসীম কুমার থান্দার। বক্তৃতা করেন অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বাংলাদেশ গ্রাম পুলিশের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান, সাবেক চালনা পৌরসভার কাউন্সিলর রুস্তুম আলী খান, ইউপি সদস্য হিল্লোল সরকার, খোকন ঢালী, রবীন্দ্রনাথ মন্ডল, সুব্রত মন্ডল, আনন্দ মোহন সরদার, লুৎফর রহমান গাজী, অসিম রায়, নিহার মন্ডল, দেবাশিষ ঢালী প্রমুখ।