দাকোপে সুজার মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

প্রকাশঃ ২০২২-০৭-২৮ - ১৬:৫৫

দাকোপ প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও হুইপ এস এম, মোস্তাফা রশীদি সুজার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বুধবার সন্ধ্যায় ৬টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাতিত্বে এবং যুবরীগনেতা রতন মন্ডলের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এ বি এম রুহুল আমীন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক অধ্যাপক দুলাল রায়, শেখ রফিকুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ গোলাম হোসেন,উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, আওয়ামীলীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অধ্যাপক লিপিকা বৈরাগী, আলহাজ¦ মোল্লা নজরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা, চালনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভুইয়া, মোঃ ইউনুস জমাদ্দার,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী,দেবাশিষ ঢালী, কুমারেশ বিশ^াস, ,উপজেলা যুবলীগনেতা সৌম্য বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার,কৃষকলীগের শেখ ইকবাল হোসেন, জযপ্রকাশ রায গোবিন্দ রায়, চালনা পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী,সাধারণ সম্পাদক রাহুল রায়,মাসুম হাওলাদার প্রমুখ।