পাইকগাছা প্রতিনিধি : দামী বিএম ডব্লিউ প্রাইভেটকার, টি মটর সাইকেল সহ সিমানা পিলার প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে ওসির নেতৃত্বে দু’দফা অভিযানে এসআই ফরহাদ,এসআই সুকান্ত সঙ্গীয় ফোর্স নিয়ে এদেরকে গ্রেফতার করেন। এরা হলেন, যশোর তালতলা গ্রামের ইকবাল, লোহাগড়ার চর মল্লিকপুর গ্রামের মৃত শেখ আজহারউদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৪৭),খুলনার ফুলতলার দামুদার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম(৩৩),পাইকগাছার গদাইপুরের পুরাইকাটি গ্রামের শেখ আফছার উদ্দীনের ছেলে শেখ বাদশা(২৭) ও চাঁদখালীর দেবুয়ার গ্রামের বারিক গাজীর ছেলে জুয়েল গাজী(৩৫)। ধৃতদের স্বীকারোক্তি মতে চাঁদখালীর দেবুয়ারের জুয়েল গাজীর বাড়ী থেকে একটি সীমানা পিলার সাদৃশ্য সিমেন্টের তৈরী বস্তু সহ বহু সরঞ্জাম উদ্ধার করা হয়। যার গায়ে ইংরেজিতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সিল সহ ১৮১৮ সাল লেখা আছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, এটা সিমেন্টের তৈরী নকল সিমান পিলার। গ্রেফতারকৃত জুয়েল স্বীকার করেন আমি নকল সিমানা পিলার বানিয়ে প্রথমে পুরাইকাঠির বাদসা ও পরবর্তীতে যশোরের হাসানের সাথে যোগাযোগ হয়। এর পর হাসান অন্যদের সাথে যোগাসুত্র তৈরী করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, গ্রেফতারকৃতরা তক্ষসাপ সহ নকল সিমানা পিলার চক্রের সদস্য। এ চক্রের ক্ষপ্পরে পড়ে বহু মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। তিনি আরো বলেন,উদ্ধারকৃত নকল সিমানা পিলার সহ ধৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে, যার নং ৩৭।