দাকোপ প্রতিনিধি : শেখ সোহেলের সুস্থ্যতা কামনায় দাকোপে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র জাতীয় সংসদের বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন (এমপি) এর ছোট ভাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হার্টের বাইপাস সার্জারি অপারেশন হওয়ায় তার রোগ মুক্তি ও সুস্ততা কামনা করে গতকাল শুক্রবার দাকোপের চালনা আরশাদ আলী এতিম খানা জামে মসজিদে জুম্মাবাদ দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এ সময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাদের,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন,জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন,চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল,উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শেখ রফিকুল ইসলাম,উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন,উপজেলা আ’লীগনেতা ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির,চালনা পৌরসভা আ’লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও দাকোপ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া,চালনা পৌর প্যানেল মেয়র ও যুবলীগনেতা শেখ মেহেদী হাসান বুলবুল,মোঃ ইউনুচ আলী জমাদ্দার, উপজেলা যুবলীগনেতা জাহিদুর রহমান মিল্টন,আরাফাত আজাদ,উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মতিয়ার রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজগর হোসেন বাপ্পি,মোঃ পারভেজ শেখ,পৌর ছাত্রলীগনেতা মোঃ মাসুম হাওলাদার,ওয়াহিদুজ্জামান শিমুল,ইসাহাক আলী শেখ, মোঃ হাবিবুর রহমান, মোঃ হারুন শেখ, তৈয়বুর রহমান,মোঃ নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মোঃ আখিরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন চালনা আরশাদ আলী এতিমখানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ ওমর ফারুকের। দোয়া শেষে এতিমখানার এতিম ও আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।