ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পঞ্চু গ্রাম এক কৃষকের ফলন্ত সবজি গাছ কেটে সাবাড় করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে কৃষক প্রদীপ মন্ডলের ক্ষেত এ ক্ষতিসাধন করা হয়।
জানা গেছে, অনাবৃষ্টির ফলে এবার মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে পড়েছে। অক্লান্ত পরিশ্রম করে দুই বিঘার একটি মৎস্য ঘেরের আইলে কৃষক প্রদীপ মন্ডল বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেছেন। প্রতিটি গাছে ফল ধরেছে। অথচ কে বা কারা শত্রুতা মুলকভাবে ওই ক্ষতর ৭/৮’শ ফলন্ত বরবটি ও সিম গাছের গােড়া কেটে ক্ষতিসাধন করেছে।যার ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা।
এ বিষয়ে তিনি থানায় একটি অভিযােগ করেছেন।