খুলনা অফিস : ঝিনাইদহের মহেশপুর থেকে অস্ত্র-গুলি ও মাদকসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সুত্রে প্রকাশ, গত শুক্রবার দিবাগত রাতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় যশোর হতে মোটর সাইকেলযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন জাগুসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর টু মহেশপুর মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে যশোর জেলার বাঘারপাড়া থানা এলাকার মোঃ ফরহাদ হোসেন(৩৩) ও জেলার কোতয়ালী থানা এলাকার মোঃ ফরহাদ হোসেন(৩৩) অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ৬০ বোতল ফেন্সিডিল, ১৬ হাজার ৯ শত টাকা ও একটি মোটর সাইকেল উদ্ধার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেও ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।