রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুশ : ৭ জনকে কারাদন্ড (ভিডিও)

প্রকাশঃ ২০২২-০৮-১২ - ১২:২৩

খুলনা অফিস : খুলনা জেলার রূপসা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় র‌্যাবের অভিযানে আটক ৭ জনকে ১ মাসের করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
র‌্যাব জানায়, ১১ জুলাই বৃহস্পতিবার র‌্যাব ৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রুপসা ঘাটের ‘প্রিয় ফিশ ডিপো’র বাইরে থেকে দরজায় তালা দিয়ে ডিপোর ভিতরে চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ এর দলটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১১ পর্যন্ত রূপসা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম এবং উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশ এর সহযোগীতায় মোবাইল কোট পরিচালনা করে। এ সময় অবৈধ ভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানার আনন্দ গাইন (৪৮), সাতক্ষীরা জেলার তালা থানার আলী মুনসুর (৫৫), খুলনার রূপসা থানার মোঃ সেলিম(৫৫), রফিকুল ইজারদার(৩২), ইমন মোল্লা(২২), বাবুল শেখ(৪৬), খুলনা সদরের টিপু সিকদার(৫৬) কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।এবং অপদ্রব্য পুশকৃত আনুমানিক ৭০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পবর্তীতে মৎস্য কমকর্তার উপস্থিতিতে অপদ্রব্য পুশ করা চিংড়ি ধ্বংস করে দন্ডপ্রাপ্ত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।