খুলনা আলিয়া মাদ্রাসার আননেদা এর মোড়ক উন্মোচন 

প্রকাশঃ ২০২২-০৮-১৩ - ২৩:১৫
বিজ্ঞপ্তি : খুলনা আলিয়া কামিল মাদ্রাসার কামিল হাদীস,তাফসীর,ফিকহ ও আদব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩ই আগষ্ট, শনিবার সকাল এগারোটায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার হেড মুফতি ড.মোঃ আব্দুর রহীম সরদার,মুফাসসির মুহাম্মদ মুশফিকুর রহমান,হেড মুহাদ্দিস মাওলানা শমশের আলী শেখ,আদিব ড.মোঃ রবিউল ইসলাম,মুফাসসির মোঃ মাহবুবুল ইসলাম, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম। এ সময় মাদ্রাসার সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এবছর কামিল হাদিস,তাফসির,ফিকাহ ও আদব বিভাগ থেকে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী কামিল সম্পন্ন করেছে। অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়া কামিল হাদীস, তাফসির,ফিকহ ও আদব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রকাশিত ‘আননেদা’ স্মরণিকা-২০২২ এর মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন কামিল হাদিস,ফিকহ, তাফসীর ও আদব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রকাশিত শিক্ষা সমাপনী স্মরণিকা আননেদা-২০২২ প্রকাশ করতে পেরে আমি আনন্দে আপ্লুত। শিক্ষাজীবনের শেষ পর্যায়ে এখনই শিক্ষার্থীরা বাস্তবতার আহবানে সাড়া দিয়ে ছড়িয়ে পড়বে দিক দিগন্তে। সেখান থেকে তাদেরকে আর ফিরিয়ে আনা যাবে না হারানো দিনগুলির নৈকট্যে। সে কারণে যোগসূত্র রচনার অনিন্দ্য মাধ্যম হিসেবে এ স্মরণিকা চমৎকার ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।