দাকোপে চোরাই তারসহ গ্রেফতার ২

প্রকাশঃ ২০২২-০৮-১৭ - ২২:৫৪

দাকোপ প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাকোপ থানা পুলিশ বিপুল পরিমান চোরাই তামার তারসহ ২ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, বিপুল পরিমান চোরাই মালামাল বিক্রির চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে গত ১৭ আগষ্ট ভোর রাতে দাকোপের বড় খলিষা নদীর ত্রি-মোহনার তীরে থাকা এক ইঞ্জিন চালিত ট্রলারে দাকোপ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ২১২ কেজি তামার তার যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১২ হাজার টাকাসহ দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কয়রা থানাধীন মজিদকুড় গ্রামের মৃঃ আরশাদ সরদারের পুত্র তুহিন সরদার (২৩) ও দাকোপ থানাধীন চালনা বাজার এলাকার মিলন গাজীর পুত্র রবিউল গাজী (২৫)। জানা যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে এশতেক শেখ এবং মোজাফ্ফার শেখ নামের অপর ২ আসামী পালিয়ে যায়। এ সময় পুলিশ আসামীসহ আটককৃত মালামাল ও ট্রলারটি জব্দ করে থানা হেফাজাতে নেয়। এ ঘটনায় অভিযানে নেতৃত্বদানকারী এস আই চিরঞ্জিত মন্ডল বাদী হয়ে দাকোপ থানায় পেনাল কোর্ড ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দায়ের করেছে। যা দাকোপ থানার মামলা নং ১১ তাং ১৭/০৮/২০২২।