ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় কাপড় ব্যবসায়ী আল মামুন বাপ্পী’র মটর সাইকেল চুরি ঘটনায় পুলিশ এজাহারভুক্ত দু’ আসামীকে আটক করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন জানিয়েছে। এরা হলো দামোদর গ্রামের আবুল খায়েরের পুত্র সুমন শেখ (২২) ও আবুল হাশেমের পুত্র সুমন ফারাজি (২৭)। পুলিশ জানায়, ফুলতলা বাজারের কাপড় ব্যবসায়ী আল মামুন বাপ্পী’র দামোদর গ্রামস্থ বাড়ি থেকে রোববার দিবাগত রাতে চোরেরা গ্রিলের ও ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তার নীল রং এর এ্যাপাচি আরটিআর মটর সাইকেল (নং-খুলনা-ল-১১-১২৮৯) চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বাপ্পী বাদি হয়ে দামোদর গ্রামের আবুল খায়েরের পুত্র সুমন শেখ (২২), আবুল হাশেমের পুত্র সুমন ফারাজি (২৭), জাকির মোল্যার পুত্র নাহিদ মোল্যা (২৭) ও বিল্লাল সরদারের পুত্র ইসমাইল সরদার (৩০)সহ অজ্ঞাত আরও দুই ব্যাক্তিকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-১০) করেন। তদন্তকারী কর্মকর্তা হোসেন আলী খন্দকার বলেন, এজাহার নামীয় দুই আসামীকে আটক করে আদালতে সোপর্দ এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। বাকিদের আটক ও মটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।