বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে : আইনমন্ত্রী

প্রকাশঃ ২০২৩-০২-০৩ - ১৪:৪৩

ইউনিক ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক না থাকলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। তাদের জন্য বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে।’

নাটোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে  আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বার এবং বেঞ্চের দিকে তাকিয়ে আছে দেশের অগণিত মানুষ। তাঁদের কারণে বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ তাঁরা একই সংসারের দুটি সন্তানের মতো। একই পাখির দুটি ডানার মতো। সেজন্য সবাইকে দায়িত্বপূর্ণ হতে হবে।’