ইউনিক ডেস্ক : আমি চাই আমাদের ছেলেরা বেশি করে বই পড়ুক। যত বেশি বই পড়বে তত মেধা বিকাশ হবে। সোমবার বিকাল তিনটায় একুশে বইমেলা, খুলনা’র ১৩ তমদিনে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও বহুমাত্রিক লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল । এ সময় তিনি তরুণ প্রজন্মকে জ্ঞান ও চিন্তার বিকাশ সাধনের জন্য বইপাঠে অধিকতর আগ্রহী হওয়ার আহ্বান জানান। ঢাকার পরেই খুলনায় মাসব্যাপী বইমেলা আয়োজিত হয় জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এই আয়োজনে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, তাঁর সহধর্মিনী বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. ইয়াসমীন হক। তাদের আগমনে ক্রেতা দর্শকদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। বইয়ের দোকানগুলোতে ক্রেতা দর্শকদের উপস্থিতি পূর্বের তুলনায় অনেক বেড়েছে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে খুলনা পাবলিক কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। বইমেলার মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় উভয়ে সম্মানীত অতিথি ছিলেন। জেলা প্রশাসনের (স্থানীয় সরকার) উপ-পরিচালক মো: ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। স্বাগত বক্তব্য রাখেন একুশে বইমেলার সদস্য সচিব এবং বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান।
মতবিনিময় সভা পবরর্তী বইমেলার মঞ্চে অনুষ্ঠিত হয় ‘ন্যাশনাল ডিবেটিং ফেডারেশন’র আয়োজনের বিতর্ক অনুষ্ঠান। বইমেলা মঞ্চের সান্ধ্যকালীন আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ ‘জ্ঞান বিকাশ সঙ্গীত একাডেমি’র শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তরিকুল ইসলাম এবং সাবিত্রী গাইন । অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।