শেষ হলো উদ্ধার অভিযান

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ১২:৫৭

ইউনিক ডেস্ক : মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় যাত্রীদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। রোববার (১৯ মার্চ) বিকেলে অভিযান কাজ শেষ হয় বলে জানান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম।

উদ্ধার অভিযান শেষে ইউএনও বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। আর আহতদের ফ্রি চিকিৎসারসহ পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, শিবচরে নিহত ২০ জনের মধ্যে ১৭ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে ১৬ জনের মরদেহ বিকেলের মধ্যে আত্মীয়-স্বজনরা বুঝে নিয়েছেন। বাকিদের হস্তান্তর প্রক্রিয়া চলমান।