ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে সরকারী ভরাটি খাস খাল গুলো ভূমি ক্ষেকোদের দখলে। এ সকল সরকারী খাল গুলো রক্ষণ করার দ্বায়িত্ব থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দেখে ও না দেখার ভান করে ভুমিক্ষেকোদের সহয়াতা পূর্বক হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলায় জলমা ইউনিয়নের বিভিন্ন মৌজায় সি,এস ও এস, এ জরিপের ম্যাপ অনুসারে সরকারী খাসখাল গুলো নানা কারনে ভরাট হয়ে গেছে। এ সকল সরকারী ভরাটি খালগুলো অবৈধ প্লট ব্যবসায়ীরা প্লট ব্যবসার নাম করে উক্ত ভরাটি খাস খালের উপর দিয়ে প্লটের রাস্তা নির্মাণ পূর্বক কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর ঐ সকল সরকারী খাস খাল গুলো রক্ষনা বেক্ষনের দ্বায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীরা দেখেও না দেখার ভান করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এতে একদিকে যেমন কৃত্রিম জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এ ব্যাপারে জলমা ইউনিয়নের কৃষি জমি ও জলাশয় রক্ষা কমিটির আহবায়ক তুহিন রায় জানান ইউনিয়নের ছয়ঘরিয়া মৌজায় কালিদাশ টিকাদার স্মরণী রাস্তার বিধান রায়ের বাড়ির পশ্চিম পার্শে ভুমি ক্ষেকোরা সরকারী ভরাটি খাস খালের উপর প্লটের রাস্তা নির্মাণ করে কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করছে। আমারা কৃষি জমি ও জলাশয় রক্ষা কমিটি স্থানীয় তহশীলদার,থানা অফিসার ইনচার্জ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার কে মৌখিক ভাবে অবগত করেছি। এ ব্যাপারে বটিয়াঘাটা ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার জগবন্ধু ঘোষ জানান, আমরা সরকারী ভরাটি খাস খাল দখলবাজদের হাত থেকে উদ্ধার করতে ইতি মধ্যে নির্দেশ দিয়েছি। পাশাপাশি লিখিত ভাবে উর্দ্ধতন কৃতপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে এলাকার ভূমি মালিক সহ সাধারণ মানুষ সরকারী ভরাটি খাস খাল রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কৃতপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।