দাকোপ প্রতিনিধি: দাকোপে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমুহের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ২য় প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে এবং ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী ফরিদ আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি গৌরপদ বাছাড়, দাকোপ থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা বন কর্মকর্তা মুজিবর রহমান, এনজিও প্রতিনিধি উলাসীর নজরুল ইসলাম, হীড বাংলাদেশের খুলনা এরিয়া ম্যানেজার পার্থ প্রতীম চৌধুরী, ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত সহকারী সঞ্জিব রায়, পলাশ বর্মণ, শ্যামল বৈদ্য,এনজিও প্রতিনিধি প্রবীর মন্ডল, সত্যরঞ্জন বিশ্বাস, ডলি রানী মল্লিক,্ ষ্টিফেন সরকার,অমিত রায়,জীবেশ হালদার, রাব্বি হোসেন, শিক্ষক শেখ আজিজুর রহমান, সাংবাদিকবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। কর্মশালায় দেশের মামলাজট নিরসনে সরকারের গৃহিত এ প্রকল্পের সুফল নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।