ইউনিক ডেস্ক : নাট্য নির্দেশক, অভিনেতা লিয়াকত আলী লাকী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছিলেন ২০১১ সালের ৭ এপ্রিল। এরপর গত একযুগ ধরে এই পদে রয়েছেন তিনি। সপ্তমবারের মতো আরও দুই বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন লাকী। এর আগে এত দীর্ঘ সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে কেউ ছিলেন না। ফলে পদটিতে রেকর্ড গড়লেন তিনি।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা ১৯৯২-এর বিধি ৩(ঘ) অনুযায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১৩ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
জানা যায়, লিয়াকত আলী লাকী ২০১১ সালের ৭ এপ্রিল নিয়োগ পাওয়ার পর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ এবং ২০২০ সালের ১৩ এপ্রিল পুনঃনিয়োগ পান। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি পদে রয়েছেন।