তাপস বিশ্বাস, ফুলতলা (খুলনা): প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল (এনডিসি) বলেছেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। প্রাথমিক শিক্ষার উন্নয়নে ও শিশুদের মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদেরকেই দায়িত্ব পালন করতে হবে। মা যেমন সন্তানদের লালন পালন করেন ঠিক তেমনি শিশু শিক্ষার্থীদের শিক্ষা দানের ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিক ও যত্নবান হতে হবে।
শুক্রবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত পুল ও প্যানেলভুক্ত শিক্ষকদের আবেশী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সেন্টার ইন্সট্রাক্টর চিত্ত রঞ্জন সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক বিজয় ঘোষাল পাল, খুলনার উপ-পরিচালক মোঃ ওয়ালিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, সদর শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার চায়না রানী দত্ত, সাবেক শিক্ষা অফিসার রীনা পারভীন, সহকারী শিক্ষা অফিসার নাজমা ইয়াসমিন, স্মৃতি বিশ্বাস, সহকারী ইন্সট্রাক্টর মোঃ কবিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুল ইসলাম প্রমুখ।