ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের অগ্রগতির জন্য দরকার মান সম্মত শিক্ষা ব্যবস্থা, সুন্দর যাতায়াত ব্যবস্থা এবং নিরবাচ্ছিন্ন বৈদ্যুতিক ব্যবস্থা। আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র সমাজকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতন করতে হবে।
শনিবার দুপুরে খুলনার ফুলতলা গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক পরিমল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মাশরুবা ফেরদৌস, এসিল্যান্ড নাসরিন আক্তার, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, আওয়ামীলীগ নেতা সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, শেখ রওশন আলী। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোঃ আবুল হোসেন মোল্যা, আঃ সাত্তার মামুন, আঃ মান্নান মোল্যা, মোঃ ইসলাম মহলদার, আঃ হাকিম বিশ্বাস, মারিয়া বেগম, দাতা সদস্য আঃ লতিফ মহলদার, প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান গাজী, শিক্ষক প্রতিনিধি অরুন কুমার ঘোষ, আজাদ হোসেন গাজী, কেয়া রানী বিশ্বাস, শিক্ষক মোঃ নুরুল ইসলাম, হিমাংশু কুমার বসু, নীল রতন মন্ডল, কায়েদে আযম বিশ্বাস, মাসুমা সুলতানা, উত্তম অধিকারী, মোঃ মহসীন বিশ্বাস প্রমুখ। পরে প্রধান অতিথি প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।