নওয়াপাড়া অফিস: কবিরত্ন অধীর কুমার দাস (৭৮) না ফেরার দেশে চলে গেলেন। রোববার ভোর ৫ টা ১০ মিিিনটে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করে। গতকাল রবিবার নওয়াপাড়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন,যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত রায়,অভয়নগর উপজেলা চেয়ারম্যান নুরুল হক মোল্যা,উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই,নওয়াপাড়া শংকরপাশা মা: বিদ্যালয়েরর ম্যানেজিং কমিটিং সভাপতি, ও আওয়ামীলীগ নেতা শাহ ফরিদ জাহাঙ্গীর, যশোর জেলা পরিষদের সদস্য শাহ মুরাদ হোসেন,দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক আসলাম হোসেন,ক্যাউন্সিলর রবিন অধিকারী ব্যাচা সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ: মালেক। এ ছাড়া বিভিন্ন পেশাজীবি সংগঠন,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধীর দাস ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অভয়নগর শাখার প্রতিষ্ঠাকালিন উপদেষ্টা। তিনি ৩৭ খানা গ্রন্থ রচনা করেছেন। তিনি একাধারে লেখক কলামিষ্ট,সুরকার,গীতিকার। অধীরদাস ছিলেন স্বাধীনতা পূর্ব প্রবাস জীবনে শ্মরণার্থী শিবিরের পূর্বাভাস পত্রিকার সম্পাদক ছিলেন। আকাশ বাণী থেকেও তার লেখা পড়ে শোনানো হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের সি: সহ সভাপতি,উদীচী অভয়নগর শাখার সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নওয়াপাড়া প্রতিনিধি, নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল দাসের বড় দাদা এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: অমিয় কুমার দাসের বড় জেঠা তিনি। অরুণ দাস তার একমাত্র বড় ছেলে এবং শিখা তার তার একমাত্র কন্যা। দীর্ঘদিন তিনি নানা জটিল রোগে ভুগছিলেন।