ফুলতলা (খুলনা) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ^ প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি উদযাপন করতে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড পিংকি সাহা, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, ওসি ( তদন্ত ) হাওলাদার মাসুম হসাইন। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারাহান ইয়াসমিনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল বাশার, মাওলানা সাইফুল হাসান, প্রকৌশলী শেখ শামসুল আলম, ডাঃ আঃ মজিদ. ডাঃ সুষেন হালদার, মৎস্য কর্মকর্তা মোল্যা এমদাদুল্লাহ খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, ওজিপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ আবুল হাসান, কাজী আশরাফ হোসেন আশু, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, ওয়ার্কার্স পাটি থানা সম্পাদক গাজী নওশের আলী সহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।