নগরীতে চোরাই গরুসহ পিকআপ আটক

প্রকাশঃ ২০২৩-০৮-২৩ - ১২:০৭

ইউনিক ডেস্ক : হরিণটানা থানা পুলিশ অভিযানে ১ টি চোরাই গরুসহ পিকআপ আটক করেছে। এ ঘটনায় জড়িত ড্রাইভার মোঃ আকরাম শেখ (৪১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হরিণটানা থানাধীন নুতন জেলখানার সামনে থেকে পিকআপটি আটক করা হয়।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে থানার এসআই মাসুম বিল্লাহ জিরোপয়েন্ট মোড়ে চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় সাতক্ষীরার দিক হতে ১টি পিকআপ দ্রুত গতিতে জিরোপয়েন্ট মোড়ের দিকে আসতে দেখে তিনি গাড়িটি থামার জন্য সিগনাল দেয়। গাড়ি চালক সিগনাল অমান্য করে গাড়ির গতি বাড়িয়ে যশোর রোডের দিকে যেতে থাকে। তৎক্ষণাৎ চেকপোস্ট টিম অপর প্রান্তে ডিউটিরত এসআই মল্লিক মনিরুজ্জামানের সহায়তায় গাড়ি ধাওয়া করে। হরিণটানা থানার নুতন জেলখানার সামনে পৌঁছালে চালকসহ মোট ৪ জন অজ্ঞাত আসামি গাড়িটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। তখন পুলিশ পিকআপে থাকা ১টি গরুসহ গাড়িটি থানায় নিয়ে আসে। পরবরর্তীতে এসআই মাসুম বিল্লাহ পুনরায় অভিযান পরিচালনা করে লবণচরা থানার রুপসা ব্রিজের নিচ হতে ওই পিকআপের ড্রাইভার মোঃ আকরাম শেখ (৪১) কে আটক করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, ৩ জন আসামির সহায়তায় যশোর জেলার মনিরামপুর থানা এলাকা হতে গরুটি তারা চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন মনিরামপুর থানায় যোগাযোগ করে পুলিশ জানতে পারে গত ২১ আগস্ট রাতে মনিরামপুর থানাধীন কোয়াদা এলাকা হতে ১টি গরু চুরি হয়েছে। এই গরু চুরি সংক্রান্তে মনিরামপুর থানার মামলা হয়েছে। পরবর্তিতে উদ্ধারকৃত গরু, চুরির কাজে ব্যবহৃত পিকআপসহ ধৃত আসামিকে যশোর মনিরামপুর থানার এসআই আল আমিনের নিকট হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত ড্রাইভার মোঃ আকরাম শেখ বটিয়াঘাটা উপজেলার রনজিতের হুলা গ্রামের আহাদ শেখের পুত্র।