হিন্দুরা আ’লীগের ভোট ব্যাংক নয়

প্রকাশঃ ২০২৩-০৮-২৭ - ১১:৫৫

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র কর্মী সম্মেলনে বক্তারা

বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ থেকে আশঙ্কাজনক হারে হিন্দু কমছে কেনো? এর মূল কারণ, আওয়ামী শাসনামলে ক্ষমতাসীনদের সীমাহীন নির্যাতন ও লুটপাট চলছে। আ’লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়কে নির্যাতন করে দোষ চাপায় বিএনপি-জামাতের উপর। মনে রাখতে হবে, বাংলাদেশের হিন্দুরা আ’লীগের ভোট ব্যাংক নয়, তাদের নিজস্ব ভোটাধিকার রয়েছে। বাক-স্বাধীনতা রয়েছে। এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলের। মহান স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্রে দেশে ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনর্প্রতিষ্ঠিত হলে সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। শনিবার (২৬ আগস্ট) বিকেলে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা মহানগর ও জেলা শাখার কর্মী সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর শাখার আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব বাবু এসএন তরুণ দে।

তিনি বলেন, নিশিরাতের ভোটডাকাত লুটেরা সরকারের পতন নিশ্চিত করে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের প্রতিটি নাগরিককে রাজপথে নামতে হবে। সে যুদ্ধে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরাও পিছিয়ে থাকবে না। যেভাবে কাঁধে-কাঁধ রেখে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেখানেই গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে সকলকে সামিল হতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়কে আহবান জানিয়েছেন তিনি।

সমাবেশে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথ। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব বাবু মিল্টন বৈদ্য। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অধ্যক্ষ আনন্দ সাহা।

বিশেষ অতিথি’র বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, ফ্রন্টের ভাইস-চেয়ারম্যান বাবু রনজিৎ কুমার রায় ও বাবু এ্যাড. অসীম কুমার সমাদ্দার, সহকারী মহাসচিব মিল্টন গয়ামী ও নির্মল বিট, সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত মজুমদার, দপ্তর সম্পাদক বাবু তপন কুমার বসু মিন্টু।

ফ্রন্টের নগর ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহবায়ক বাবু ব্রজেন ঢালী, নিত্যানন্দ মন্ডল, সুদীপ্ত মল্লিক, দেবদাস বিশ্বাস দেবু, কৌশ্যলা রায়, তুষার কান্তি মন্ডল, জীবন কুমার মন্ডল, রমেন রায়, বীরেন্দ্র মন্ডল, পরিতোষ বালা, বিকাশ মৃধা, সমরেশ কুমার, রতন মল্লিক, গৌরপদ বিশ্বাস, উজ্জল দাস, সরজিৎ ঘোষ, যোগেশ্বর কুমার, সুজানা জলি, নীলাদ্র, প্রভাষ মন্ডল, বরেন্দ্র সরকার, রতন রায় ও নারায়ন মিত্র প্রমুখ।