ফুলতলায় মাস্টার ট্রেইনার শিক্ষকদের নিয়ে মতবিনিময়

প্রকাশঃ ২০২৩-০৯-০৬ - ২৩:৪৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় নতুন শিক্ষা কারিকুলাম মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মাস্টার ট্রেইনার শিক্ষকদের নিয়ে মঙ্গলবার দুপুরে শিক্ষা অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগমনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপার ভাইজার ফারজানা খাতুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস,  সহকারী শিক্ষক এস এম শারাফুল ইসলাম, ফারুকুল ইসলাম, মোঃ নাসিরুল ইসলাম, শশাংক কুমার রপ্তান, উজ্জ্বল কুমার বৈরাগী, মোঃ ইমরান হোসেন, শেখ মেহেদী হাসান সবুজ, মোছাঃ জোবায়দা খাতুন, ইয়াসমিনারা খাতুন, মোঃ ইয়াছিন মোল্যা, মোঃ শাহরিয়া মোল্যা, সবুজ রতন মন্ডল, তরুন কুমার দাস, পরিমল মৃধা, জেসমিল সুলতানা, রিপন কুমার মন্ডল, মোঃ রফিকুল ইসলাম, বিপ্লব মন্ডল, ইমাম হোসেন, রতন বিশ্বাস প্রমুখ। সভায় শিক্ষা কর্মকর্তা বলেন, মাস্টার ট্রেইনার শিক্ষকদের সপ্তাহে কমপক্ষে একটি স্কুল পরিদর্শন শেষে অনলাইনে তার রিপোর্ট জমা দিতে হবে।