ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকার অবিরাম চেষ্টা করে যাচ্ছে। এ দেশের সকল ধর্মের মানুষ শান্তির সহাবস্থানে বসবাস করছে। দেশের শান্তির জন্য আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বুধবার বেলা ১১টায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলার উদ্যোগে শোভাযাত্রা শেষে আলোচনায় প্রধার অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলার সভাপতি গৌর হরি দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহান, ওসি আলহাজ্ব মোহাম্মদ আঃ হক, পূজা উদযাপন পরিষদ খুলনার জেলা সভাপতি অধ্যাপক কৃষ্ণ পদ দাস, জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি বিএমএ সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, পূজা উদযাপন পরিষদ খুলনার জেলা সাধারণ সম্পাদক বিমান সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা। এ সময় অন্যান্যের বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, ওয়ার্কার্স পার্টি নেতা প্রভাষক গ্যেতম কুন্ডু, প্রভাষক রেজোয়ান রাজা, যুবলীগ নেতা শহিদুল্লাহ প্রিন্স, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, অজয় নন্দী, বিশ্বনাথ মন্ডল, প্রেমচাঁদ দাস, বিকাশ চন্দ্র রায়, চিত্তরঞ্জন , শেখর চন্দ্র সুর, তাপস বোস প্রমুখ।