ইউনিক ডেস্ক : খুলনার রুপসা উপজেলায় অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং ৩ কেজি গাঁজা জব্দ করেছে খুলনা ডিএনসি। শনিবার এ অভিযান পরিচালিত হয়। আসামীর নাম অমল বৈরাগী (৩২), পিতা- মৃত ভরত বৈরাগী, ঠিকানা: নতুনদিয়া পূর্বপাড়া, থানা-রূপসা, জেলা-খুলনা। ঘটনাসূত্রে, রুপসা থানাধীন নতুন দিয়া পূর্বপাড়া গ্রামস্থ আসামী অমল বৈরাগী (৩২) নিজ দখলীয় ভিটার পশ্চিম দুয়ারী ইটের দেয়াল টিনের ছাউনী যুক্ত চার কক্ষ বিশিষ্ট বসতঘরের মধ্যে দক্ষিণ-পশ্চিম পাশে শয়ন কক্ষের মধ্যে খাটের নিচ হতে আলামত হিসেবে গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। একটি প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে পলিথিন ব্যাগে কসটেপ দ্বারা মোড়ানো গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। যার ওজন ০৩ কেজি। যার আনুমানিক মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা। এ সময় অন্য এক আসামী শ্যামল বৈরাগী (৪১) পালিয়ে যায়। এ বিষয়ে রুপসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খুলনা ডিএনসির পরিদর্শক বদরুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামী অমল বৈরাগী (৩২) ও পলাতক আসামী শ্যামল বৈরাগী (৪১) দুই জন যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। বিক্রয়ের উদ্দেশ্যে আসামীদ্বয় নিজ বসতঘরে গাঁজা সংরক্ষন করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।