ফুলতলা (খুলনা) প্রতিনিধি// “সৌহার্দ্য সম্প্রীতি বন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলতলা আইয়ান জুট মিলস্ লিমিডেট এর উদ্যোগে শুক্রবার বিকালে অডিটরিয়ামে পাট ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইয়ান জুট মিলের পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন ভুঁইয়া রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ফেরদৌস আহমেদ ভুইয়া। মিলের ডিজিএম অনুপম মিত্রের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের শিল্প পুলিশ সুপার কানাই লাল সরকার, খুলনা জেলা শাখার ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, আইয়ান জুট মিলের পরিচালক তাজউদ্দিন আহমেদ সজীব। স্বাগত বক্তৃতা করেন মিলের পরিচালকের তৃতীয় শ্রেণীর ছাত্র শিশুপুত্র আরাবি আহমেদ ফারিশ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পাট ব্যবসায়ী ও সাথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাহমুদ দেলোয়ার, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও ব্যবসায়ী মোঃ জহির উদ্দিন, ব্যবসায়ী খোকন মিঞা, মিলের পাট ক্রয় কর্মকর্তা নূর ইসলাম, পাট ব্যবস্থাপক এনাম আহমেদ। উল্লেখ্যঃ সারাদেশ থেকে পাট ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সরাসরি পাট সংগ্রহ করে মিলে সরবরাহ করে থাকে। তারই ধারাবাহিকতায় দেড় শতাধিক ট্রাকে ৪৫ হাজার মন পাট দিয়ে যাত্রা শুরু করেন।