দাকোপ প্রতিনিধি : “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা”এই প্রতিপাদ্যে দাকোপে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে দাকোপ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার জুমারত আলী। সভায় আলোচনা করেন চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল, স্বপন মহলদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পিযুষ কান্তি মজুমদার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সহকারী শিক্ষক সুজন গোলদার, এস এম রমজান আলী, নবীর হোসেন, অজয় কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা অংশ গ্রহন করে। সভাটি পরিচালনা করেন মডেল স্কুলের প্রধান শিক্ষক সুকল্যান রায়। সভা শেষে একটি র্যালী চালনা পৌরসভার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। এ ছাড়া উপজেলার সকল বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকদের উপস্থিতিতে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।