দাকোপে আ’লীগ সভাপতি উপজেলার সকল মন্দিরে শুভেচ্ছা বিনিময়

প্রকাশঃ ২০২৩-১০-২৫ - ১৪:১২

দাকোপ প্রতিনিধি : সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন শারদীয় দূর্গা উৎসবে উপজেলার সকল মন্দির পরিদর্শন করেছেন। তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটা মন্দিরে অনুদান দিয়েছেন।
গত সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ মহানবমী ও দশমীতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আলহাজ্ব শেখ আবুল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে বাজুয়া. দাকোপ, লাউডোপ, কেলাশগঞ্জ এবং বানীশান্তা ইউনিয়নের সকল মন্দির পরিদর্শন ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া মঙ্গলবার তিনি চালনা পৌরসভার সকল মন্দির পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন দাকোপ উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, খুলনা জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, সাবেক জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, মানস মুকুল রায়, সুদেব কুমার রায়, উপজেলা আ’লীগনেতা দেবব্রত বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম, সঞ্জিব রায়, কালীদাস সরদার, আজগর হোসেন ছাব্বির, তুষার রায়, সুশংকর বাছাড় চিকন, ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদক অপরাজিত মন্ডল অপু, সরোজিত রায় কুঞ্জু, অধ্যাপক সুপদ রায়, স্বপন কুমার সরকার, জ্যোতি শংকর রায়, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জুলফিক্কার গাজী জুলু, নিত্যুরঞ্জন কবিরাজ, ক্ষিতিশ রায়, মৃনাল মল্লিক, চালনা পৌরসভার কাউন্সিলর শেখ মেহেদী হাসান বুলবুল, শুভংকর রায়, আঃ বারিক শেখ, রুস্তুম আলী খান, আইয়ুব আলী কাজী, আঃ সাত্তার সরদার, আঃ গফুর সানা, নাসিমা বেগম, আমোদীনি রায়, কৃষকলীগের গোলাম হোসেন শেখ, স্বেচ্ছাসেবকলীগের জি এম রেজা, উত্তম রায়, বিধান বিশ্বাস, শ্রমিকলীগনেতা অমারেশ ঢালী, নিহার সরকার, জামাল শেখ, ইউপি সদস্য নুর ইসলাম শেখ, গৌতম মন্ডল, মৃনাল মন্ডল, ফিরোজ আলী খান, জয়কুমার মন্ডল, হিল্লোল সরকার, দিলীপ মন্ডল, বিকাশ মন্ডল, ননীগোপাল মাঝি, বারিক মোড়ল, বায়েজিদ শেখ, মোহন লাল সাহা, অর্ধেন্দু রায়, হান্নান সানা, মহিলা আওয়ামীলীগের রওশন আরা বেগম, কাঞ্চন বিশ্বাস, রুবিনা নাথ, পাপিয়া মিস্ত্রী, বিথীকা রায়, প্রতিমা ঢালী, স্বপ্না রায়, দেবাশিষ ঢালী, স্বপন বাছাড়, লুৎফর রহমান গাজী, যুবলীগনেতা দেবব্রত সরকার দেবু, আব্দুল্লাহ আল মাসুম, রবার্ট হালদার, আরাফাত আজাদ, প্লাবন রায়, ছাত্রলীগনেতা লিটন সরদার, শেখ অনিক হাসান পারভেজ, অনুপম আদিত্য সরকার প্রমুখ। তিনি উপজেলার ৮৪টি মন্দির পরিদর্শন করেন।