ইউনিক প্রতিনিধি,রুপসা: রূপসায় তান্ত্রিক শক্তির বলে সর্বশান্ত করতে চান হাফিজুর রহমান (৩৪) নামে এক যুবককে।এমনই অভিযোগ করেছেন রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মৃত আলী আশরাফ শেখ এর পুত্র মোঃ হাফিজুর রহমান। সে বিভিন্ন এলাকার মৎস্য আড়ত থেকে মাছ ক্রয় করে খোলা বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ব্যবসায়ী বলেন, মৎস্য ব্যবসা করে তার জীবন খুব সুন্দর ভাবে চলছিল। সে জন্মগতভাবে একজন আধ্যাত্মিক শক্তির মানুষ হওয়ার কারণে কিছু কুচক্রী মহলের চোখে পড়ে যায়। তাকে বিভিন্ন উপায়ে তাদের আয়ত্তে আনার জন্য প্রতারণার ফাঁদে ফেলে তার গায়ের কাপড়, জমির মাটি দিয়ে তাকে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এই বিষয়ে সে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হলেও তার কোনো সুবিচার না পেয়ে অবশেষে রূপসা থানায় অভিযোগ করেন হাফিজুর।অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হাফিজের অভিযোগে ৭/৮ জনকে বিবাদী করে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই চক্রটি দীর্ঘ্যদিন ধরে তাকে বিভিন্ন ধরনের তাবিজ কবজের মাধ্যমে শারিরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রন্থসহ হুমকী ধামকী দিয়ে জানে মেরে ফেলিবে বলে হুমকী প্রদর্শন করে। বর্তমানে সে জীবনের নিরাপত্তার অভাবে ভুগিতেছে। তাই সে আর কোন উপায় না পেয়ে আইনের শরণাপন্ন হয়েছে। সে আরো বলেন, তার সাথে শত্রুতার কারণ তার আধ্যাত্মিক শক্তির বলে মাটির নিচে থাকা কিছু গুপ্তধনের সন্ধান পেয়েছিল। সেই গুপ্তধন তার কাছ থেকে নেওয়ার জন্য তার উপর চলে বিভিন্ন ধরনের অত্যাচার। হাফিজুর গুপ্তধনের বর্ণনা দিতে গিয়ে বলেন , সে মাটির তলে দেখেছিলেন সাদা হীরা তিনটি, মানিক দুইটি মনি , দুইটি লাল হীরা , ছয়টি হলুদ হীরা একটি ছোট সোনার নৌকা সহ অগণিত স্বর্ণ অলংকার। এই মব মূল্যবান সম্পদের জন্যই আজ সে অনেক শত্রুর রোষানলে পড়েছে। সেজন্য সে উপরোক্ত বিষয়ের সুষ্ঠু বিচারের দাবিতে যথাযথ আইনানুগ ব্যবস্থার আশা করেছেন এবং সেই সাথে তার জীবনের নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন স্থানে নালিশি এবং থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।